চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্যায়ের বিরুদ্ধে ‘খুতবা’ দেয়ায় মক্কার গ্র্যান্ড মসিজদের সাবেক ইমামের কারাদণ্ড

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২ ৪:৫০ : অপরাহ্ণ

সৌদি আরবের গ্র্যান্ড মসিজদের সাবেক ইমাম শেখ সালেহ আল-তালেবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘প্রিজনার্স অব কনসায়েন্স’ নামে একটি অধিকার গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। খবর মিডল ইস্ট মনিটরের

আপিল আদালত বিশেষায়িত ফৌজদারি আদালতের একটি প্রাথমিক সিদ্ধান্ত বাতিল করেছেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী খালাস পেয়েছিলেন শেখ আল-তালেব। তার খালাস বাতিলের পাশাপাশি তাকে আনুষ্ঠানিক জেলের সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রিজনার্স অব কনসায়েন্স।

এক টুইট বার্তায় প্রিজনার্স অব কনসায়েন্স জানায়, আমাদেরকে নিশ্চিত করেছেন যে আপিল আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিবের বিরুদ্ধে মুক্তির রায়কে বাতিল করেছেন এবং তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

শেখ সালেহ আল-তালেবকে ২০১৮ সালের আগস্টে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ওই সময় ৪৮ বছর বয়সী শেখ সালেহ আল-তালেবকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। তবে অধিকার গ্রুপগুলো বলছে, তিনি জনসমক্ষে মন্দের বিরুদ্ধে কথা বলার জন্য মুসলমানদের কর্তব্যের উপর একটি খুতবা দেয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Print Friendly and PDF