প্রকাশ: ২৩ আগস্ট, ২০২২ ৪:২৮ : অপরাহ্ণ
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তার খোঁজ পাওয়া যায়। তবে তিনি পরিবারে কাছে ফিরতে চান না।
মায়ের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের অভিযোগ করেছেন সুকন্যা। তার অভিযোগ, তার মা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তবে স্বজনরা চান ইয়াশা তাদের কাছে ফিরে আসুক।
গত ২৩ জুন থেকে নিখোঁজ সুকন্যা। পরে ২০ আগস্ট মা নাজমা ইসলাম লাকী মেয়ের সন্ধানে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে।