চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দুই সন্তান নিয়ে পালালেন স্বামী!

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২২ ১০:৪৯ : পূর্বাহ্ণ

ভারতের মুম্বাই রেলওয়ে স্টেশনে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ওই স্টেশনের সিসিটিভির ভিডিওতে দেখা যায় ভোর রাত চারটার সময় চলন্ত ট্রেনের সামনে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দেয় স্বামী। খবর এনডিটিভি

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিয়ে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায় ওই স্বামী।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ট্রেন স্টেশনে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ডেকে তুলে ট্রাকের সামনে নিয়ে যায় স্বামী। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ট্রেন ছুঁটে এলে তার সামনে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই স্বামী।

আধ এক্সপ্রেস নামের ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ওই নারীর। এদিকে স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে দিয়ে ঘুমিয়ে থাকা বাচ্চাদের নিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করেন ওই ব্যক্তি।

পুলিশ জানায়, ওই দুই নারী পুরুষ রোববার বিকালের দিকে স্টেশনে আসেন। স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে দিয়ে সে প্রথম দাদার যায় এবং সেখান থেকে কালিয়ান ভ্রমণ করে।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

Print Friendly and PDF