প্রকাশ: ২২ আগস্ট, ২০২২ ৪:৩৯ : অপরাহ্ণ
আমনের সেচের সুবিধার জন্য আগামী ১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দেয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেয়া হয়।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
জ্বালানি সাশ্রয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে সরকারি, স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।