চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসিল্যান্ডের মাথা ফাটাল গ্রামবাসী, ইউএনওর গাড়ি ভাঙচুর

প্রকাশ: ২১ আগস্ট, ২০২২ ৬:৩২ : অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রায়ণ প্রকল্পের জমি পরির্দশনে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হলেন এসিল্যান্ড লিয়াকত সালমান। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে ইউএনওর গাড়ি।

রোববার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, রোববার সকালে শাহজদপুর উপজেলার কাযেমপুর ইউনিয়নের হলদীগর গ্রামে  প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রায়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে আমি ও এসিল্যান্ড সরেজমিন জমি পরিদর্শনে যাই। এসময় এলাকার উশৃঙ্খল কিছু নারী-পুরুষ আমাদের পথরোধ করে।

একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ী ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় এসিল্যান্ডের মাথা ফেটে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Print Friendly and PDF