চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ১১:৪৩ : পূর্বাহ্ণ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হককে এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিভাগের একাডেমিক কমিটির সভায় ১৩ জন শিক্ষকের উপস্থিতিতে তাকে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় ভুক্তভোগী ছাত্রী এনামুল হকের কথোপকথন রেকর্ড করেন। পরে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপারসন বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। ভুক্তভোগীর দেয়া অভিযোগ ওই বিভাগের একাডেমিক কমিটির সভায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক স্বীকারও করেছেন। এরপরেই তাকে শাস্তির সিদ্ধান্ত নেয় কমিটি।

Print Friendly and PDF