চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : উদ্ধার ১৩ জেলে

প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ১১:০৯ : পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৩ জেলেকে সুন্দরবন থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২০ আগস্ট) সাড়ে ৬টার দিকে তাদেরকে  উদ্ধার করা হয়। এর আগে, পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ৭০ জেলেসহ ছয় ট্রলারডুবির ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলো- এমবি মামনি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারে থাকা জেলেদের বাড়ি মহিপুরে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ও ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ১৬ জেলে। নিখোঁজ ১৪ জেলে এফবি কুলসুম ট্রলারে ছিল। আর এফবি রফিক মিঝি ট্রলার ডুবে যাওয়ার সময় ওই ট্রলারের মালিক রফিক মিঝি (৬০) নিখোঁজ হন।

Print Friendly and PDF