চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সব মামলার রায়ের পর গৃহবন্দি থাকতে পারেন সু চি

প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ১১:১৮ : পূর্বাহ্ণ

সব মামলার রায়ের পর গৃহবন্দি হিসেবে জেল বাড়িতে ফিরতে পারেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং লাইং।

এ সপ্তাহে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা দেশটি সফরকালে, সু চিকে বাড়িতে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান। এরপরই এমন বিবৃতি দিলো সামরিক প্রধান।

গত বছর সেনা অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হন সু চি। এরপরই নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগে মামলা হয়েছে।

গত জুনে সু চিকে রাজধানী নিপিধোর জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে সু চিকে অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছিল।

অন্তত ১৮ টি অভিযোগে করা মামলায় সু চির এরই মধ্যে কয়েকবছরের জেল হয়েছে। তবে এর সবই মিথ্যা অভিযোগ দাবি সু চির।

এর আগে ১৯৮৯ সালে সু চিকে প্রথম গৃহবন্দি করা হয়েছিলো। ৭৭ বছর বয়সী গণতন্ত্রপন্থি নেত্রী সু চি গত তিন দশকের প্রায় অর্ধেক সময়ই গৃহবন্দিত্বে কাটিয়েছেন। ২০১০ সালে তাকে গৃহবন্দিত্ব থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়েছিল।

Print Friendly and PDF