চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ১:১৭ : পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মোটরসাইকেল চালক সুইসাই মং মারমা (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সুইসাই মং মারমা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া তালতলি এলাকার  মংচো মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করে।

Print Friendly and PDF