প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ১০ দিনে এ নিয়ে তিনটি লঘুচাপ সৃষ্টি হলো। এবারের লঘুচাপও আরও ঘনীভূত হতে পারে। এতে আগামীকাল শনিবার থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তীব্র গরম।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এখন ভারতের রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় আছে সুস্পষ্ট লঘুচাপটি।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল নয়, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে বৃষ্টির কিছু রেশ থাকবে। এতে তীব্র গরম কমবে। রাজধানীতেও আজ শুক্রবার বৃষ্টি হতে পারে।