চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এদেশ সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২ ৩:১১ : অপরাহ্ণ

এদেশ সব ধর্মের মানুষের, নিজেদের হীনমন্য না ভাবতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, এই মাটিতে যাদের ধর্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না। আওয়ামী লীগ সরকার কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বিশ্বাস করে না।

সরকারপ্রধান বলেন, একটা শ্রেণি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা সবসময় ধর্মীয় সম্প্রতি নষ্ট করার পাঁয়তারা করে।

Print Friendly and PDF