প্রকাশ: ১৮ আগস্ট, ২০২২ ১০:০৮ : পূর্বাহ্ণ
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার ফাইটারদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টা ৩৫ মিনিটে ডেমরা সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।