চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জিপ, নিহত ২

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২২ ১১:২৬ : পূর্বাহ্ণ

রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাচাঁমাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) ও সাজেকের মাচালংয়ের বাসিন্দা শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।


স্থানীয়রা জানান, সকালে মাচালং বাজার থেকে একটি জিপে কলাবোঝাই করে বাঘইহাটে যাচ্ছিলেন ইলিয়াছ ও অনন্ত। পথে নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে  ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন গাড়িটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ছিল, তাই সরু ও আঁকাবাঁকা রাস্তায় বাক ঘুরতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

সাজেক থানার ওসি নুরুল হক নুর বলেন, স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর জিপচালক পালিয়ে গেছেন।  এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। 

Print Friendly and PDF