চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চকবাজারে অগ্নিকাণ্ড : নিহত প্রত্যেকের পরিবার পাবে ২ লাখ টাকা

প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২ ২:৪৭ : অপরাহ্ণ

পুরান ঢাকার চকবাজার কামালবাগে দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেবে সরকার। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানান সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে আগুন লাগা ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

এদিকে, আগুনের ঘটনায় বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Print Friendly and PDF