চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যারা বঙ্গবন্ধুর ঘরের পাহারায় ছিল তারাই বেইমানি করেছে: আইনমন্ত্রী

প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২ ৪:৩৪ : অপরাহ্ণ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধুর ঘরের পাহারায় ছিল তারাই বেইমানি করেছে। সে কারণেই তারা ঘরে ঢুকতে পেরেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি বিরোধী দল থেকে কোনো আন্দোলন হতো তাহলেও মানা যেত। ফলে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা যাবে না। এটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশন অচিরেই হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এরইমধ্যে কমিশনের রূপরেখা তৈরি করা হয়েছে।

Print Friendly and PDF