প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস খাদে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) পেহেলগামে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে বাসটিতে নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্য ছিলেন। এর মধ্যে আইটিবিপির সদস্য ৩৭ জন। বাকি দুজন জম্মু-কাশ্মির পুলিশের কর্মকর্তা।
পেহেলগামের ফ্রিসলানের পাহাড়ি পথ দিয়ে যাওয়ার পথে খাদে পড়ে বাসটি। এসময় পুরো বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে পড়ে নদীতে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।