চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির সময় কনস্টেবলকে হাতেনাতে ধরে গণধোলাই

প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২ ১১:০৪ : পূর্বাহ্ণ

রাজশাহীতে চাঁদাবাজির সময় পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশের সঙ্গে থাকা একজন পালিয়ে যায়।

আটক পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তিনি বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল বলে জানা গেছে। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১৪ আগস্ট) হেতেম খাঁ সবজিপাড়া এলাকার এনকে ভিলা ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে নগদ ছয় হাজার টাকা নিয়ে যান বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে ওই ছাত্রের কাছে আরও ১০ হাজার টাকা নেয়ার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে পুলিশ তাকে নিয়ে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

Print Friendly and PDF