চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিকটক করতে সেতু থেকে ধলেশ্বরীতে ঝাঁপ দেয়া সেই তরুণের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জ সদরে ভিডিও তৈরির জন্য মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সেই তরুণ মো. রাসেলের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মুক্তারপুর সেতুর পশ্চিম প্রান্তে মালিপাথর এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দুপুর ৩টার দিকে বন্ধুর সঙ্গে সেতুর উপর থেকে লাফ দিলে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

বরিশালের হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে। পরিবারের সঙ্গে মুন্সিগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বসবাস করতেন।

জানা যায়, শনিবার দুপুরে অন্য তিন বন্ধু- সোহাগ, নাইম, হামিমের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান রাসেল। মুক্তারপুর সেতুতে পৌঁছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেন। এসময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান রাসেল। এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে মুন্সিগঞ্জ ফায়ারসার্ভিস ও ডুবরি দল। তবে সেদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চলাচলেও খোঁজ মেলেনি তার।

Print Friendly and PDF