চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ কষ্টে আছে, অস্বীকার করার কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২ ৩:৫৯ : অপরাহ্ণ

বিশ্ব বাজারে তেলের দাম কমেছে। কিন্তু বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় ভোজ্যতেলের দাম আমাদের দেশে কমবে।

রোববার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তেল ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন বসে ডলারের দাম বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করে দাম বাড়া-কমার সিদ্ধান্ত নেওয়া হবে।

মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। এ কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে। সেই কষ্ট যাতে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

Print Friendly and PDF