চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২ ৪:৩৬ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ বলয় তৈরি করা হয়েছে; তবে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

রোববার (১৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শোক দিবসের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বলেন, ষড়যন্ত্রকারীরা বেশ কয়েকবার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী প্রতিবছর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাই এ এলাকা ঘিরে চারদিকে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের জন্য ট্রাফিক রুট তৈরি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। বলেন, পুরো এলাকা সিসিটিভি’র আওতায় থাকবে।

Print Friendly and PDF