চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশের উন্নয়ন-অগ্রগতি একটি শ্রেণির মানুষের পছন্দ নয়’

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের উন্নয়ন অগ্রগতি একটি শ্রেণির মানুষের পছন্দ নয়। যখনই দেশ প্রগতির পথে এগিয়ে যায় তখনই তারা বাঁধার সৃষ্টি করে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ সবসময়ই দেশের মানুষের পাশে থাকে। ’

রোববার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘করোনার ধাক্কা সামাল দিতে না দিতেই বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে সারাবিশ্বের সাধারণ মানুষ আজ ক্ষতিগ্রস্ত। কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই পণ্যের মূল্য বাড়ানো হচ্ছে। লাভবান হচ্ছে আমেরিকা ও রাশিয়া। তাদের মুদ্রার দাম বেড়েছে। ’

Print Friendly and PDF