প্রকাশ: ১৩ আগস্ট, ২০২২ ১১:৪৩ : পূর্বাহ্ণ
ইতালির ভ্যাটিকান থেকে সন্দেহভাজন এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ব্যাংক ডাকাতি করার জন্য তিনি একটি সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ আট ঘণ্টায় সময় ধরে সুড়ঙ্গ পথ কেটে তাকে আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বলছেন, সে দলবদ্ধভাবে ব্যাংক ডাকাতি করার জন্য ওই সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বলে জানায় রাই নিউজের একজন রিপোর্টার। খবর বিবিসি
ওই সুড়ঙ্গে ব্যাংক ডাকাতের জন্য তিন থেকে চারজন অবস্থান করছিল। কিন্তু সুড়ঙ্গ ভেঙে পড়ার সময় দুইজন বের হতে পারে। অন্যজন তার নিচে চাপা পড়ে। তবে চাপা পড়লেও সে জীবিত অবস্থায় ছিল। প্রায় ছয় মিটার মাটি খুঁড়ে ওই ব্যক্তিকে বের করা হয়।
পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। কারণ আমরা বলছি না যে তারাই ডাকাত।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিষয়টি খুবই পরিষ্কার। যখন এই টানেলটি পাওয়া যায় তখন এর আশেপাশের দোকানপাট সম্পূর্ণ খালি অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, সেখানে আসলে কী হয়েছে সেটা জানি না। তবে আমরা মনে করেছি হয়ত রাস্তা সংস্কার করা হচ্ছে।