চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১২ আগস্ট, ২০২২ ৩:৪৫ : অপরাহ্ণ

বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছে। তবুও সরকার মুদ্রাস্ফীতি যাতে আর না বাড়ে সেদিকে খেয়াল রাখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থপাচার হয় সেসব দেশের কাছে পাচারকারীদের তথ্য চাইলে তারা সহজে দিতে চান না, এটা তাদের মজ্জাগত সমস্যা।

তিনি আরও বলেন, রিজার্ভ নিয়ে যারা কথা বলছেন তারা দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। গরিব দেশগুলোর রিজার্ভের প্রয়োজন হয়। বাংলাদেশ এখন আর গরিব নেই।

Print Friendly and PDF