চট্টগ্রাম, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের কল্যাণে তীব্র জ্বরেও বিশ্রাম নেননি কিম

প্রকাশ: ১১ আগস্ট, ২০২২ ৪:৫১ : অপরাহ্ণ

করোনা মহামারি চলাকালে তীব্র জ্বরে ভুগেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু দেশবাসীর কল্যাণের কথা চিন্তা করে তিনি যথাযথ বিশ্রাম গ্রহণ করেননি।

বৃহস্পতিবার কিমের বোন এবং উপদেষ্টা কিম ইয়ো জং এর বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। খবরে বলা হয়, মহামারির ভয়াবহ সময়ে আক্রান্ত হয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা।

কিন্তু দেশবাসীর কল্যাণের কথা চিন্তা করে তিনি যথাযথ বিশ্রাম গ্রহণ করেননি। সেসময়ে দফায় দফায় বৈঠক করেছেন। নিয়েছেন স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ।

অবশ্য উত্তর কোরিয়ায় সংক্রমণ ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকেই সবসময়ে দায়ী করে আসছেন কিম ইয়ো জং। তার অভিযোগ, ভাইরাস দূষিত লিফলেট বেলুনের মাধ্যমে সীমান্তে পাঠিয়েছিল প্রতিবেশী দেশ। সেখান থেকেই কোভিড-১৯ এর বিস্তার ঘটে। অবশ্য, সিউল বিষয়টিকে ভিত্তিহীন হিসেবে আখ্যা দিয়েছে।

Print Friendly and PDF