চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেলিম প্রধানের মুক্তির জন্য আইনি লড়াই চালাবেন রুশ স্ত্রী

প্রকাশ: ১০ আগস্ট, ২০২২ ৪:৪৬ : অপরাহ্ণ

ক্যাসিনো কান্ডে গ্রেফতার সেলিম প্রধানের মুক্তির জন্য বাংলাদেশের আদালতে আইনি লড়াই চালাবেন তার রুশ স্ত্রী আনা প্রধান। আজ বুধবার (১০ আগস্ট) সাংবাদিকদের কাছে এ কথা জানান আনা প্রধান।

ক্যাসিনো মামলা মিথ্যা দাবি করে তিনি তার স্বামীর মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাসিনো কান্ডে আটক করে র‍্যাব-১। এরপর তার বিরুদ্ধে তিনটি মামলা হয়।

বুধবার আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী উপস্থিত না হওয়ায় তা পিছিয়ে যায়। পরে আগামী ১৭ আগস্ট দিন ঠিক করেন আদালত। এ মামলায় আজও হয়নি সেলিম প্রধানের জামিন শুনানি।

Print Friendly and PDF