চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

প্রকাশ: ১০ আগস্ট, ২০২২ ১০:৪৯ : পূর্বাহ্ণ

টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম। তবে গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) মূল্যবান ধাতুটির দর নিম্নমুখী হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রধান দুই ধরনেরই স্বর্ণের মূল্য কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষদিকে মূল্যস্ফীতির ডেটা প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। সেই অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, ওই তথ্যের ওপরই মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদহার বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে।

গতকাল স্পট গোল্ডের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৭৮৫ ডলার ২৩ সেন্টে। আর ইউএস গোল্ডের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০২ ডলার ১০ সেন্টে।

তবে আগের দিন (সোমবার) বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল। গত সপ্তাহে যা ১ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। এরই মধ্যে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান বাড়ে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়। ফলে দামি ধাতুটির দর কমে।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবারও ( ১০ আগস্ট) স্বর্ণের মূল্য কমতির দিকে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, এতে বিনিয়োগ থেকে বিরত থাকবেন বিনিয়োগকারীরা। সবাই মার্কিন মূল্যস্ফীতির ডেটার দিকে তাকাচ্ছেন।

Print Friendly and PDF