চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে: রেলমন্ত্রী

প্রকাশ: ৯ আগস্ট, ২০২২ ২:৩০ : অপরাহ্ণ

বাস এবং লঞ্চের পর এবার রেলের ভাড়া শিগগিরই সমন্বয়ের কথা বললেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৯ আগস্ট) তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী জানান, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।

এর আগে গত ৫ আগস্ট রাতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৩৪ টাকা বাড়ায় সরকার। অকটেনের দাম বাড়ে ৪৬ টাকা, পেট্রোলের দাম বাড়ে ৪৪ টাকা। অর্থাৎ রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

এদিকে, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার বাসভাড়া সমন্বয় করে বিআরটিএ। এ ছাড়া সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে মালিকরা।

Print Friendly and PDF