চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণপরিবহনে নির্ধারিত ভাড়া নিচ্ছে না কেউ

প্রকাশ: ৯ আগস্ট, ২০২২ ৫:৫২ : অপরাহ্ণ

গণপরিবহনের বর্ধিত ভাড়া নির্ধারণের তৃতীয় দিনেও ভাড়ার তালিকা দেয়া হয়নি কোনো বাসে। হেলপাররা যে যার মতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে।

যাত্রীদের অভিযোগ, সরকারের বেধে দেয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে গণপরিবহনগুলোতে। নির্ধারিত ভাড়া দিতে চাইলেও তারা নিচ্ছেন না বলেও অভিযোগ করেন যাত্রীরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পরিবহন ভাড়াও বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে হেলপার ও চালকদের দাবি, পরিবহন মালিকদের নির্দেশনামতো ভাড়া নেয়া হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়। তারপর থেকেই ভাড়া নিয়ে গণপরিবহনে চলছে নৈরাজ্য।

Print Friendly and PDF