চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে পরিবহন সংকট কাটলেও ভাড়া বেশি নেয়ার অভিযোগ

প্রকাশ: ৮ আগস্ট, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ

গণপরিবহনের বর্ধিত ভাড়া নির্ধারণের দুই দিন পার হলেও ভাড়ার তালিকা দেয়া হয়নি ঢাকা মহানগরীতে চলা কোনো বাসে। যে যার মতো করে ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।

যাত্রীদের অভিযোগ, সরকারের বেধে দেয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে। তারা জানান, বর্তমান সময়ের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে হেলপার ও চালকরা জানান, পরিবহন মালিকদের নির্দেশনা মতো ভাড়া নিচ্ছেন তারা। তবে গতকাল রোববারের চেয়ে রাজধানীর সড়কে পরিবহন সংকট কমেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়।

Print Friendly and PDF