চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ৭ আগস্ট, ২০২২ ৪:৫৪ : অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (৭ আগস্ট) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ায় হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে তা ভালোর দিকে নিয়ে যাবে। সাধারণ জনগণের সমস্যা খুব ভালো করেই বোঝেন প্রধানমন্ত্রী। তাদের কষ্ট দিতে চান না তিনি। তাই জনসাধারণের ভালোর জন্যই এটা করা হয়েছে।

টিপু মুনশি বলেন, জ্বালানি তেলের দর বাড়ানো নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের। গত ১৪ বছরে দেশ বহু দূর এগিয়েছে। এদেশে অসংখ্য উন্নয়ন হয়েছে। মানুষের কল্যাণেই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এটাও সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। এজন্যই তেলের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে এত অস্থির হওয়ায় কিছু নেই।

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান,  এফবিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF