চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি পণ্যের ট্রাকে মিলল ফেনসিডিল-ওষুধ

প্রকাশ: ৭ আগস্ট, ২০২২ ৬:১০ : অপরাহ্ণ

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে আমদানি পণ্য বোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ৫৯৯ বোতল ফেনসিডিল, ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দরে মাইক্রোসেল পিটি পণ্যবাহী ট্রাক থেকে এসব জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে আমদানি করা মাইক্রোসেল পিটি নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকে বিপুল মাদক ও ওষুধ রয়েছে- এমন খবর পেয়ে ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজের মধ্যে নিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ওই ট্রাকে ৫৯৯ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ইনজেকশন পাওয়া যায়।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, ঢাকার স্মার্ট লাইফ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান বৈধ মাইক্রোসেল পিটি আমদানি করে। পণ্যটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বেনাপোল সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। পরে জানা যায়, বৈধ পণ্যের আড়ালে বিপুল মাদকের চালান আনা হয়েছে। তল্লাশি করে এসব অবৈধ মাদক, ওষুধ ও ইনজেকশন পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly and PDF