চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন উপনির্বাচনে ৯টি আসনে একাই লড়ছেন ইমরান খান

প্রকাশ: ৬ আগস্ট, ২০২২ ৬:১৮ : অপরাহ্ণ

আসন্ন উপনির্বাচনে শূন্য ৯টি আসনে একাই লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (৫ আগস্ট) এ ঘোষণা দেয় পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ)। খবর দ্য ইকনোমিক টাইমসের।

মূলত, একজন প্রার্থী ঠিক কতটি আসনে একসাথে নির্বাচন করতে পারবেন সে সম্পর্কে পাকিস্তানের সংবিধানে কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই। তবে একজন জনপ্রতিনিধি নির্বাচিত একটি আসনই দখল করতে পারবেন। এ ক্ষেত্রে ইমরান খান একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনকে বেছে নিতে হবে। বাকিগুলোতে পরবর্তী ৬০ দিনের মধ্যে আবারও নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর কমপক্ষে ১২৩ জন পিটিআই নেতা ইস্তফা দেন। তাদের মধ্যে গত ২৮ জুলাই ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১টি আসনের মধ্যে দুটি আসনে ইতোমধ্যেই জনপ্রতিনিধ নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি আসনে একাই লড়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। এ আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

Print Friendly and PDF