চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

প্রকাশ: ৬ আগস্ট, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের জন্য চালু করা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার যে সেবা চালু করেছে তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার (৫ই আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর পহেলা সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়। তবে ১৪ই আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১শে আগস্টের আগেই শেষ করা হবে।

গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ পাস হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত  বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।

Print Friendly and PDF