চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

প্রকাশ: ৬ আগস্ট, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

ভাড়া সমন্বয়ের দাবিতে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, সকাল থেকে ডিজেলচালিত বাস বন্ধ ছিলো চট্টগ্রাম মহানগরীতে, তবে রাস্তায় চলতে দেখা গেছে গ্যাসচালিত বাস।

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্টোলের দাম ১৩০ টাকা। এদিকে জ্বালানির তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার তেলের পাম্পে ভিড় করেন যানবাহনের চালকরা।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক বেশি। তাই সমন্বয় জরুরি ছিল দেশেও। আর সে বিষয়টি সামনে রেখেই ভোক্তা পর্যায় পুনঃনির্ধারণ করা হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দর।

Print Friendly and PDF