চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৭ মাসে ৩০ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ৭

প্রকাশ: ৫ আগস্ট, ২০২২ ৩:০২ : অপরাহ্ণ

‘নারীর প্রতি সহিংসতা রুখে দাও’ এ স্লোগানে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট নোয়াখালী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নোয়াখালী প্রেসক্লাবে গত ৭ মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিন। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ি গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২ জন হত্যার শিকার হয়েছে।

নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, এ্যডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ।

বক্তারা জেলায় সাম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

Print Friendly and PDF