চট্টগ্রাম, বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে জালিয়াতি, আটক ১

প্রকাশ: ৪ আগস্ট, ২০২২ ১০:৩২ : পূর্বাহ্ণ

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে জালিয়াতির অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে বারোটার দিকে মিরপুর পল্লবীর বাউনিয়াবাধ কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৩৮টি টিসিবির নকল ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড এবং ৫০০ লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টিসিবির পণ্য বিক্রির লিফলেট বিতরণ করে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতো। পরে ভুয়া ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড প্রদান করে প্রতিটি পরিবার থেকে টাকা হাতিয়ে নিতো সোহাগ। এর আগেও একই অভিযোগে খুলনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

Print Friendly and PDF