চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫ জন

প্রকাশ: ৪ আগস্ট, ২০২২ ১২:৪৮ : অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১৮৬টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮ জন মহানগর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৮২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭২৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৫৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Print Friendly and PDF