চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ছাড়াই এক ব্যক্তির পেট থেকে বের করা হলো ৫০টি কয়েন

প্রকাশ: ২ আগস্ট, ২০২২ ১২:০৩ : অপরাহ্ণ

এক ব্যক্তির পেট থেকে একে একে ৫০টি কয়েন বের করে আনলেন এক ডাক্তার। তবে এ কাজের জন্য ডাক্তারকে ওই রোগীর পেট কাটাছেঁড়া করতে হয়নি। ভারতের রাজস্থানের যোধপুরে এ ঘটনা ঘটে। গত শুক্রবার তার পেটে ব্যথা উঠলে পরিবারের লোকজন ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি করায়। এরপর ডাক্তার তার পেট পরীক্ষা করে চমকে জান। শেষ পর্যন্ত দুই দিন সময় নিয়ে পেট থেকে ওই ৫০ টি কয়েন কোনো ধরনের অপারেশন ছাড়াই বের করে আনেন ডাক্তার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ওই লোককে পেটের চিকিৎসার জন্য হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগে ভর্তি করার হয়। এরপর এন্ডোজ কপি করে ডাক্তার দেখতে পান তার পেটের মধ্যে ধাতব কিছু রয়েছে।

এ বিষয়ে গ্যাস্ট্রোলজি বিভাগের চিকিৎসক সুনীল ড্যাডছি বলেন, পেটের উপরিভাগে কয়েনগুলো থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম অপারেশন করা ছাড়াই তা বের করে আনার। যদিও এটা আমাদের জন্য অত্যধিক চ্যালেঞ্জের ছিল। কারণ আমারা মানুষের খাদ্যনালী থেকে একটি অথবা দুটি কয়েন বের করে থাকি। সেখানে ৫০টি কয়েন আমাদের চিন্তায় ফেলে দিল। তবে এগুলো বের করতে আমাদের দীর্ঘ সময় লেগেছে।

পরিবারের লোকজন ডাক্তারকে জানায়, সে মানসিকভাবে অসুস্থ হওয়ার পর এই কয়েকগুলো গিলে ফেলে। তবে ওই রোগী জানায় সে ছোট বেলা থেকেই কয়েক খেয়েছে।

সর্বশেষ ডাক্তারদের একটি দল দীর্ঘ প্রক্রিয়া শেষে দুই দিন ধরে ওই ব্যক্তিকে নিজেদের তত্ত্বাবধানে রেখে কয়েকগুলো বের করে আনেন।

ডাক্তার সুনীল ড্যাডছি বলেন, এর আগে কখনও এতগুলো কয়েন একসঙ্গে পেটের মধ্যে থাকা কোনো রোগীকে পাইনি।

কোন প্রক্রিয়ায় কয়েনগুলো বিনা অপারেশনে বের করা হয় তা বলা হয়নি। শনিবার ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Print Friendly and PDF