চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ, উত্তাল ক্যাম্পাস

প্রকাশ: ২ আগস্ট, ২০২২ ১১:০৮ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের জন্য অবরোধ। সকাল থেকেই প্রধান ফটক অবরোধ করে তারা বিক্ষোভে নামেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল থেকে এখনো পর্যন্ত কোনো বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেনও বন্ধ রাখা হবে বলে অবরোধকারীরা জানিয়েছেন।

তবে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতি নাই ঘটনাস্থলে। প্রশাসন থেকে কোনো প্রকার কথা বলা হচ্ছে না অবরোধ তোলার জন্য।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে।

গত রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা আজ রাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

Print Friendly and PDF