চট্টগ্রাম, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজ-পরীর সংসারে জন্ম নিয়েছে ৪টি সাদা বাঘ

প্রকাশ: ১ আগস্ট, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নিয়েছে ৪টি সাদা বাঘ শাবক। রাজ-পরীর সংসারে নতুন চার অতিথির আগমন সাড়া ফেলেছে।

শনিবার (৩০শে জুলাই) বিকেলে পরী চারটি বাচ্চা প্রসব করে। চিড়িয়াখানায় এ নিয়ে বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম। মায়ের সঙ্গে খাঁচায় আছে শাবকগুলো। মায়ের দুধই পান করছে। ৭ দিন পর শাবকগুলোর লিঙ্গ পরিচয় জানা যাবে।

পৃথিবীতে ‘হোয়াইট টাইগার’ বিরল। দক্ষিণ এশিয়ার মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি সাদা বাঘ ছিল। এখন এই ৪ শাবকসহ সাদা বাঘের সংখ্যা ৫-এ দাঁড়িয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির পশু ও পাখি আছে। পশুর মধ্যে আছে সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি রয়েছে। রয়েছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রাসহ একটি পক্ষীশালা এবং  অজগর সাপ।

Print Friendly and PDF