চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জোহানেসবার্গে শ্যুটিং সেটে গণধর্ষণের শিকার ৮ মডেল

প্রকাশ: ১ আগস্ট, ২০২২ ৪:৫৭ : অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে একটি মিউজিক ভিডিওর শ্যুটিং চলাকালীন ৮ জন মডেল গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জুলাই) শহরের পুলিশ এ তথ্য জানায়। খবর এএফপির।

পুলিশ জানায়, ভুক্তভোগীরা শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় ১৫ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে তাদের ওপর চড়াও হয়। ভুক্তভোগীরা সবাই ১৮ থেকে ৩৫ বছর বয়সী ছিলেন।

পুলিশ আরও জানায়, তাদের মধ্যে একজন নারীকে ১০ জন ও অপর এক নারীকে ৮ জন মিলে ধর্ষণ করা হয়েছে। এমনকি তারা তাদের মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে।

এরইমধ্যে, ধর্ষণের সাথে যুক্ত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সবাই বিদেশি নাগরিক বলেও জানিয়েছে পুলিশ।

Print Friendly and PDF