চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২৬ হাজার টাকায় নিলামে বিক্রি হলো কাঁঠাল

প্রকাশ: ৩০ জুলাই, ২০২২ ৬:৪১ : অপরাহ্ণ

শুক্রবার জুমার নামাজের পর মসজিদের গাছ থেকে একটি কাঁঠাল নামানো হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ডাকা হয় নিলাম। এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত ডাক চলে। শেষে সর্বোচ্চ দাম ২৬ হাজার টাকায় ওই কাঁঠালটি কেনেন প্রবাসী কাঞ্চন মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরে কাঁঠালটি। মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম খান বলেন, মাঝারি আকারের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ার তারা খুশি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

ক্রেতা কাঞ্চন মিয়া বলেন, মসজিদের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। মূল্যটা মুখ্য বিষয় নয়, জানান, কাঠাঁলটি কিনে মসজিদের উন্নয়নে অংশ নেয়াটাই তার মূল উদ্দেশ্য।

Print Friendly and PDF