চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে খুন করে লাশ রান্নাঘরে ফেলে পালিয়ে গেলেন স্ত্রী

প্রকাশ: ৩০ জুলাই, ২০২২ ১:১০ : অপরাহ্ণ

পারিবারিক কলহের জেরে পিরোজপুরের উত্তর মিঠাখালী গ্রামের দিনমজুর আবু সালেহকে (৫০) হত্যা করে লাশ রান্নাঘরে ফেলে পালিয়েছেন স্ত্রী কুহিলা বেগম (৩৫)। শনিবার (৩০ জুলাই) সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত আবু সালেহ ওই গ্রামের মৃত বারেক সুফির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু সালেহ তিন বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয় স্ত্রী কুহিলা বেগমের সঙ্গে প্রায়ই তার কলহ বেঁধে থাকতো। কিন্তু তার বাড়িটি আলাদা হওয়ায় পরিবারের অন্যরা কেউ সেখানে যেতেন না। শনিবার সকালে রান্না ঘরের মেঝেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল নিহত আবু সালেহর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনার পর নিহতের স্ত্রী কুহিলা বেগম পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তার লোকজন মিলে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়েছে। মরদেহের গায়ে কাদা মাখা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।

Print Friendly and PDF