চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকটক করতে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

প্রকাশ: ৩০ জুলাই, ২০২২ ১:১৯ : অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক করতে না দেওয়ায় সাজ্জাদ হোসেন হিমেল (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ রাখালিয়া গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, টিকটক ব্যবহারের জন্য সাজ্জাদ তার মা রুমি আক্তারের কাছে মোবাইল চেয়েছিল।

সাজ্জাদের মা রুমি আক্তার জানান, টিকটক ভিডিওতে সাজ্জাদ এক মেয়ে মডেলের আত্মহত্যার ভিডিও দেখে। সাজ্জাদও ওই রকম ভিডিও বানাতে চেয়েছিল। কিন্তু তিনি তাকে ভিডিও বানাতে দেননি। এজন্য আবার সে মোবাইল চাইলে ভয়ে তিনি দেননি। এরপরও গলায় ফাঁস নিয়ে ছেলেটি তার কোল শূন্য করে গেল।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। তার চিকিৎসার সুযোগ ছিল না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, শিশুটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ ছিল না। এজন্য আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Print Friendly and PDF