চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

প্রকাশ: ২৯ জুলাই, ২০২২ ৩:৩২ : অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিখ্যাত মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি বইটি লিখেছেন। দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে।

উপন্যাসে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।

সেই পরিস্থিতি ব্যাখ্যা করার পর লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন। যেমন- বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দির (বঙ্গবন্ধু) কাছে বই ছিল বেশি পছন্দনীয়।

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Print Friendly and PDF