চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

প্রকাশ: ২৯ জুলাই, ২০২২ ৩:১৮ : অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খৈয়াছড়ায় ঝর্ণা দেখে ফিরছিলেন তারা।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলা আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীর যাত্রাকালে মাইক্রোবাসটি রেল লাইন অতিক্রম করার সময়  ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম বলেন,   ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

Print Friendly and PDF