চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রফতানির নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২২ ১২:৩৩ : অপরাহ্ণ

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভরশীলতা  কমিয়ে পণ্য রফতানির নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৮শে জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, “পরনির্ভরশীলতা কমাতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।” এ সময় তিনি শুধু রেমিট্যান্সের উপর নির্ভরশীল না হয়ে নতুন নতুন বাজার খুঁজে পণ্য রফতানির তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বিদেশ থেকে টাকা প্রেরণে সহজ উপায় তৈরি করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যাংকগুলোকে নির্দেশ দেন।

এজন্য প্রবাসী কল্যাণের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে এই উদ্যোগ নিতে বলেন তিনি।

Print Friendly and PDF