প্রকাশ: ২৮ জুলাই, ২০২২ ১২:৫৪ : অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধের দায়ে খুলনার আমজাদ হোসেন হাওলাদারসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (২৮ জুলাই) এ রায় ঘোষণা করেন। আমজাদ হোসেন হাওলাদার ছাড়াও মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।
আমজাদ হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে কনভেনশন মুসলিম লীগ এবং পরে জামায়াতের সমর্থক ছিলেন। বাকি আসামিরাও মুক্তিযুদ্ধকালে কনভেনশন মুসলিম লীগ এবং জামায়াতের সমর্থক ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা, গহত্যা, লুটপাট, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে।