চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, নিহত আরও ৪

প্রকাশ: ২৮ জুলাই, ২০২২ ১২:০৮ : অপরাহ্ণ

জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ছড়িয়েছে কঙ্গোর নতুন নতুন শহরে। বুধবার (২৭ জুলাই) দেশটির উভিরা শহরে সহিংসতায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। সে সময় গুলি লেগে একটি বৈদ্যুতিক তার বিক্ষোভকারীদের ওপর পড়লে বিদ্যৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে আখ্যা দিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, কঙ্গোর নিরাপত্তায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রায় সাড়ে বারো হাজার সেনা, পুলিশ ও কর্মী কাজ করছেন। বছরে তাদের পেছনে ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হলেও বিক্ষোভকারীদের অভিযোগ, সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে বেসামরিকদের রক্ষায় পুরোপুরি ব্যর্থ শান্তিরক্ষী মিশন।

শান্তিরক্ষীদের ব্যর্থতার প্রতিবাদে গত সোমবার (২৫ জুলাই) থেকেই দেশটিতে চলছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন হঠানোর প্রতিবাদ। মঙ্গলবার ব্যাপক সহিংসতায় ৩ শান্তিরক্ষীসহ নিহত হন অন্তত ১৫ জন।

Print Friendly and PDF