চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃজেলা পর্যায়ে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত অব্যাহত রাখার সুপারিশ

প্রকাশ: ২৭ জুলাই, ২০২২ ৬:২২ : অপরাহ্ণ

সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আন্তঃজেলা পর্যায়ে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এই সুপারিশ করা হয় বলে সভা শেষে জানিয়েছেন কমিটির সদস্য শাজাহান খান। তিনি জানান, দক্ষ চালক নিয়োগে মালিক শ্রমিক যৌথভাবে সিদ্ধান্ত নেবে। সেই সাথে, হয়রানি বন্ধে সড়কে ভবিষ্যতে যানবাহন চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আরও কিছু সুপারিশ করা হয়। এরমধ্যে রয়েছে বিআরটিএ’র ১২২টি শূন্য পদে নিয়োগ দান ও ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো। এছাড়া, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কে টোলের নামে চাঁদাবাজি না করার সুপারিশও করা হয়। সারা দেশের সড়ক মহাসড়কের পাশে হাট বাজার বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।

Print Friendly and PDF